নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশে চলছে 'শাহি' প্রচার। ২০২২ সালে উত্তরপ্রদেশে বিধানসভা ভোট। তার আগে শুক্রবার অযোধ্যা গিয়ে নির্বাচনী ময়দান গরম করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি বিরোধীদের এক হাত নিয়ে বলেন, 'প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে রাজ্যে উন্নয়ন হয়েছে। সমাজবাদী পার্টির শাসনে তিনটি 'P' ছিল, সেগুলি হল পরিবারবাদ, পদশপথ ও পলায়ন। কিন্তু বর্তমানে যেগুলি আছে সেগুলি হল বিকাশ, ব্যবসা ও সাংস্কৃতিক বিকাশ। বিজেপি সরকার অযোধ্যাকে নিজের পুরনো গৌরব ফিরিয়ে দিয়েছে। এখানে শ্রীরাম আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হচ্ছে। এখানকার রেলস্টেশনগুলিও সুন্দরভাবে তৈরি হচ্ছে যাতে দেশ বিদেশের একাধিক সাধু সন্তরা এখানে আসতে পারেন আর যাতে বুঝতে পারেন যে তাঁরা অযোধ্যাভূমিতে এসে গিয়েছেন। ডাক্তারি পড়ার জন্য কাউকে আর বাইরে যেতে হবে না কারণ এখানে একটি আয়ুর্বেদিক কলেজ তৈরি করা হচ্ছে।'