নিজস্ব সংবাদদাতাঃ অযোধ্যায় বক্তব্য রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার তিনি বলেন, '৭৫ বছর পর আমরা সকল দেশবাসী সৌভাগ্যবান যে অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে এই কাজকে থামানোর জন্য সপা-বসপা-কংগ্রেস হাত মিলেয়েছে। রাম সেবকদের লাঠি দিয়ে আঘাত করে জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। কারোর মধ্যে এত দম নেই যে রাম মন্দিরের কাজকে আটকায়। আগামী কয়েকমাসের মধ্যে এই অযোধ্যাপুরিতে সরযূ নদীর তিরে আকাশছোঁয়া রাম মন্দির তৈরি হবে। কিন্তু সকলের ভাবা উচিৎ যে কেন এত বছর ধরে ভগবান রামকে তাঁবুতে থাকতে হল? কারা ভগবান রামকে আটকে রেখেছিল? কারা করসেবকদের ওপর গুলি চালিয়েছিল?'