নিজস্ব সংবাদদাতাঃ আগমী মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর মধ্যে আরবিআইয়ের ক্যালেন্ডার লিস্ট অনুযায়ী ৯টি এবং বাকি দিনগুলি সপ্তাহান্তের ছুটি। যদিও রাজ্যভিত্তিতে ব্যাঙ্কের কার্জকর্ম নির্ভর করছে। এছাড়া অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা বজায় থাকবে। তবে ব্যাঙ্ক ও রাজ্যের ভিত্তিতে এই ছুটিগুলি পৃথক হতে পারে। এবার দেখে নিন ব্যাঙ্ক-বন্ধের দিনগুলি-
- ৪ জুলাই- রবিবার
- ১০ জুলাই- মাসের দ্বিতীয় শনিবার
- ১১ জুলাই- রবিবার
- ১৮ জুলাই- রবিবার
- ২৪ জুলাই- মাসের চতুর্থ শনিবার
- ২৫ জুলাই- রবিবার
জুলাইয়ে ছুটির তালিকা দেখে নেওয়া যাক
১২ জুলাই- কঙ্গ(রথযত্রা),১৩ জুলাই- ভানু জয়ন্তী,১৪ জুলাই- দ্রুকপা সেচি,১৬ জুলাই- হরেলা,১৭ জুলাই- ইউ তিরত সিঙ্গ ডে/খরচি পূজা,১৯ জুলাই- গুরু রিম্পচের ঠুঙ্কার সেচে,২০ জুলাই- বকরিদ,২১ জুলাই- বকরি ঈদ(ঈদ-উল-জুহা)(ঈদ-উল-আধা),৩১ জুলাই- কের পূজা।
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=5819For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm