রাহুল পাসওয়ান, আসানসোল : বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের তরফে আসানসোল পৌরনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আর এইবার প্রার্থীতালিকা থেকে নাম বাদ পড়েছে আসানসোল পৌরনিগমের ৫৯ নম্বর ওয়ার্ডের দুইবারের জয়ী কাউন্সিলার মীর হাসিমের নাম, যে কারণে ৫৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কর্মী-সমর্থকদের দাবি, "মীর হাসিম কাউন্সিলার হিসাবে ভালো। এলাকার উন্নয়নের কাজও ভালো করেছেন। কিন্তু তাকে এইবার কেন প্রার্থী করা হলো না?" এরকম হলে মীর হাসিমকে নির্দল থেকে পৌরভোটে দাঁড় করানোর কথা ভাবছে কর্মী-সমর্থকরা। এই বিষয়ে মীর হাসিমের বক্তব্য, "আমি দলের খারাপ সময় থেকে দলে আছি। আর প্রার্থীর ব্যাপারে দলের এই সিদ্ধান্ত! কারণ আমি কখনো দলবিরোধী কাজ করিনি। আর ওয়ার্ডের মানুষ চায় যে দলের থেকে প্রার্থী না করলে নির্দল থেকে ভোটে দাঁড়াব। ওয়ার্ডের মানুষ, দলের কর্মী-সমর্থকরা যা বলবে সেই হিসাবে আগামী পৌরনির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"