নিজস্ব সংবাদদাতাঃ মহামারী করোনা ভাইরাসের নয়া স্ট্রেন ওমিক্রনের থাবা আরও চওড়া হল দেশে। স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিকতম রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ হয়েছে ১৬ হাজার ৭৬৪ জন। একদিনে করোনার বলি ২২০ জন। তবে সবচেয়ে উদ্বেগজনক তথ্য – দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৭০। তবে এর বিরুদ্ধে লড়াইয়ে খুব পিছিয়ে নেই ভারত । করোনা ভাইরাসের কবল থেকে সুস্থতার হার ৯৮.৩৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৫৮৫ জন।