নিজস্ব সংবাদদাতাঃ যদি তাইওয়ান স্বাধীনতার লড়াই চালাতে চায় তাহলে তা কঠোর ভাবে দমন করা হবে। এভাবেই তাদের কড়া হুঁশিয়ারি দিল চিন। বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে এসেছে বেজিং। তবে চিনের মসনদে শি জিনপিং বসার পর থেকেই আরও আগ্রাসী হয়ে উঠেছে কমিউনিস্ট দেশটি। একাধিকবার জোর করে তাইওয়ান দখলের কথাও বলেছেন প্রেসিডেন্ট শি। গত দু’বছরে ক্রমশ বেড়েছে সেই অস্থিরতা। আশঙ্কা আরও বাড়িয়ে দিল চিনের তাইওয়ান বিষয়ক দপ্তরের নয়া বিবৃতি।দপ্তরের মুখপাত্র মা শিয়াওগুয়াং জানিয়েছেন, ”যদি তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা স্বাধীনতার জন্য আন্দোলন করে, লালরেখা অতিক্রম করে তাহলে আমরা অবশ্যই কড়া পদক্ষেপ করব।” চিনের এই হুঁশিয়ারির পালটা দিয়েছে তাইওয়ান। তাদের জবাব, চিন যেন বুঝেশুনে সঠিক ভাবে পদক্ষেপ নেয়।