নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। এই পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় অনেকটা বাড়ল রাজ্যের সংক্রমণ। একদিনে বাংলায় সংক্রমিত হয়েছেন ২,১২৮ জন। পজিটিভিটি রেট এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ৫.৪৭ শতাংশে। একদিনে করোনার বলি ১২ জন। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ১,০৯০ জন কলকাতার। আগের দিনের তুলনায় এক ধাক্কায় দ্বিগুণ হয়ে গিয়েছে সংক্রমণ। যা রীতিমতো ভয় ধরিয়েছে তিলোত্তমাবাসীর মনে।