নিজস্ব সংবাদদাতাঃ নতুন বছর শুরুর আগেই বড় প্রাপ্তি শিক্ষামন্ত্রীর। সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা সাহিত্যিক, পরিচালক, লেখক ব্রাত্য বসু। 'মীরজাফর ও অন্যান্য নাটক' বইয়ের জন্য সাহিত্য অ্যাকাডেমি পেতে চলেছেন তিনি। তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য তিনি। একই সঙ্গে দমদম কেন্দ্রের বিধায়ক এবং রাজ্যের শিক্ষামন্ত্রী আবার একাধারে তিনি অভিনেতা, নাট্যকার, সাহিত্যিক। একাধিক প্রতিভা রয়েছে তাঁর। একাধিক ছবির চিত্রনাট্যও লিখেছেন তিনি। নিজে একাধিক বাংলা ছবিতে নাটক করেছেন। তাঁর নিজের নাট্যদলও ছিল। কিন্তু রাজনৈতিক কারণে অনেকটাই সে সব কমিয়ে দিয়েছেন তিনি। তবে সাহিত্যের সঙ্গে নিজের যোগ ছাড়তে পারেননি ব্রাত্য বসু। করোনা সংক্রমণের আগে প্রকাশিত হয়েছিল তাঁর 'মীরজাফর ও অন্যান্য নাটক' নামে বইটি। নতুন বছরের শুরুতেই এই বিশেষ পুরস্কারের জন্য তাঁর নাম মনোনিত হয়েছে। এতে স্বাভাবিক ভাবেই খুশি সাহিত্যিক এবং মন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেছেন 'বহু দিনের পরিশ্রমের সাফল্য।'