নিজস্ব সংবাদদাতাঃ কাঁচা পাটের জোগান সঙ্কটের সমাধানে এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিল চটকল মালিকদের সংগঠন ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশন। তাঁদের বক্তব্য, বেআইনি মজুতদারির কারণে কেন্দ্রের বেঁধে দেওয়া দামে কাঁচা পাট চাহিদা মতো মিলছে না। ইতিমধ্যেই পাঁচটি চটকল বন্ধ হয়েছে। কর্মহীন হয়েছেন প্রায় ১২,০০০ মানুষ। সমাধানসূত্র না মিললে জানুয়ারিতেই বন্ধ হতে পারে আরও ১৫টি মিল।