দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ ফের একবার সামাজিক বয়কটের অভিযোগ উঠলো ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অনুপম দাস ও তার দুই সঙ্গীর বিরুদ্ধে। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেছেন অনুপম দাস। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডিঙ্গল এলাকায়। ওই এলাকার বাসিন্দা অশোক ভূঁইয়া জানান জমি বিক্রি না করায় তাঁর পরিবারকে সামাজিক বয়কট করেছে তৃণমূল নেতা তথা ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অনুপম দাস ও তার দুই সঙ্গী। চাষের জমি,দোকান,বাজার সমস্ত জায়গায় যাওয়া বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ।এই নিয়ে জেলা শাসক ও জেলার পুলিশ সুপার এবং বিডিওকে লিখিত জানিয়েছেন অশোক ভুঁইয়া। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেছেন অনুপম দাস। তিনি বলেন ওই এলাকায় রাস্তা খারাপ থাকার জন্য স্থানীয়রা ওদের দুই ভাইয়ের হাইড্রলিক মেশিন, টলি চালানো বন্ধ করেছে। কিন্তু কোনো বয়কটের ঘটনা আমার জানা নেই ৷ আমরা চাষ বন্ধকে সমর্থন করি না। কারণ আমার বাবা যখন কংগ্রেসে ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন তখন আমাদের তিন বছর চাষ বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা জানি মানুষের চাষ বন্ধ হলে কতটা ক্ষতি হয়। আমরা যে তৃণমূল দলটা করি সেখানে বয়কট বা বন্ধ আমরা সাপোর্ট করি না। তিনি বলেন অশোক ভুঁইয়া ও তার ভাই মার্ডার কেসের আসামী, জেলও খেটেছে। তাই ওদের মুখে এসব অভিযোগ মানায় না।