নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার গঙ্গাসাগর থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কলকাতার উদ্দেশে রওনা দেওয়ার আগে গঙ্গাসাগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, 'করোনা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। করোনা খানিকটা বেড়েছে। সকলে কোভিড বিধি মেনে চলুন। সামনে বর্ষবরণ, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। ব্রিটেন থেকে বেশি ওমিক্রন আক্রান্ত এদেশে এসেছেন। আমরা রিভিউ মিটিং করছি, যা যা পদক্ষেপ করার আমরা করছি। আমরা এখনই স্কুল বন্ধ করার কথা বলিনি। এখনই সবকিছু বন্ধ করার দরকার নেই। কলকাতায় সংক্রমণ বাড়ছে কারণ বিদেশ থেকে বহু মানুষ আসছেন। যে দেশগুলিতে সংক্রমণ বেশি সেখানকার ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিৎ।'