নিজস্ব সংবাদদাতাঃ অ্যাশেজে হোয়াইট ওয়াশের মুখে দাঁড়িয়ে ইংল্যান্ড। ব্রিসবেন, অ্যাডিলেড এবং মেলবোর্নে সফররত দল ইংল্যান্ড'কে নাকানিচোবানি খাওয়ানোর পর সিডনি টেস্টে ফের একবার জো রুটের দলের মহরা নেওয়ার অপেক্ষায় প্যাট কামিন্স-ডেভিড ওয়ার্নার'রা। হোয়াইট ওয়াশের ভ্রুকুটি'র মধ্যেই ইংল্যান্ড শিবিরে চিন্তা বাড়াল চতুর্থ টেস্টে ক্রিস সিলভারউডের অনুপস্থিতি। সিলভারউডের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে থাকা তাঁর পরিবারের এক সদস্য কোভিডে আক্রান্ত হয়েছেন। এর ফলে চতুর্থ টেস্টে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দলের সঙ্গে উপস্থিত থাকতে পারবেন না তিনি। গোটা দল যখন ৫ জানুয়ারি'র টেস্টের জন্য মেলবোর্ন থেকে সিডনি'র উদ্দেশ্যে পারি জমিয়েছে তখন মেলবোর্নে ১০ দিনের জন্য নিভৃতবাসে থাকতে হবে সিলভারউড এবং তাঁর পরিবারকে। এই নিয়ে সপ্তম কোভিড পজিটিভ কেস ধরা পড়ল ইংল্যান্ডের শিবিরে। তিন জন সাপোর্ট স্টাফ এবং পরিবারের চার সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।