জর্ডনের পার্লামেন্টে হাতাহাতি

author-image
Harmeet
New Update
জর্ডনের পার্লামেন্টে হাতাহাতি


নিজস্ব সংবাদদাতাঃ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জর্ডনের পার্লামেন্ট সদস্যদের হাতাহাতি ভিডিও। মঙ্গলবার দেশের সংবিধান সংশোধন সংক্রান্ত আলোচনা চলছিল জর্ডনের পার্লামেন্টের নিম্নকক্ষে। তালিকায় ছিল লিঙ্গসাম্য নিয়ে আলোচনাও। সেই আলোচনার সময়েই তর্ক বাধে সংসদের স্পিকার আবদেলকরিম আল-দাঘমি ও বাকি সদস্যদের মধ্যে। তর্কাতর্কি চলাকালীন অযৌক্তিক কথা বলার জন্য এক সদস্যকে ক্ষমা চাইতে বলেন স্পিকার। সেই এমপি কথা না মানলে তাঁকে কক্ষত্যাগ করার নির্দেশ দেন তিনি। তার পরেই শুরু হয় হাতাহাতি।