২৬/১১–র ধাঁচে কলকাতায় জঙ্গি হামলার শঙ্কা!

author-image
Harmeet
New Update
২৬/১১–র ধাঁচে কলকাতায় জঙ্গি হামলার শঙ্কা!

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইয়ের ২৬/১১-এর পুনরাবৃত্তি হতে পারে কলকাতায়! নদীপথে তিলোত্তমায় হামলা চালাতে পারে জেহাদিরা। এ ধরনের জঙ্গি হামলা রুখতে আরও তৎপর কলকাতা পুলিশ। তার সঙ্গে বন্দরের নিরাপত্তা বৃদ্ধির উপরও রয়েছে পুলিশের নজর। সুরক্ষাকে গুরুত্ব দিতে এবার গঙ্গায় নিজস্ব নতুন একটি জেটি তৈরি করল কলকাতা পুলিশ। এই জেটির নাম দেওয়া হয়েছে ‘কলকাতা পুলিশ কমিশনারেট’ জেটি। বুধবার এই জেটির উদ্বোধন করেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র। পুলিশ সূত্রে খবর, এবার কলকাতায় জঙ্গি হামলা হতে পারে। নানা জঙ্গি এবং অপরাধী ধরা পড়ছে। সেখান থেকেই এমন খবর মিলেছে। তাই নদীপথে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সামনেই বর্ষবরণ এবং সাধারণতন্ত্র দিবস। তাই জঙ্গিরা এখানে হামলা চালাতে পারে। কলকাতার গঙ্গায় নজরদারির দায়িত্ব জলপুলিশ বা কলকাতা পুলিশের ‘রিভার ট্রাফিক’ বিভাগের উপর। আউট্রাম ঘাটের কাছে রয়েছে জলপুলিশের নিজস্ব একটি জেটি। সেখান থেকেই মনিটরিং করা হবে।