৬ দফা দাবিতে পৌর স্বাস্থ্য কর্মী ইউনিয়নের বিক্ষোভ

author-image
Harmeet
New Update
৬ দফা দাবিতে পৌর স্বাস্থ্য কর্মী ইউনিয়নের বিক্ষোভ

নিউজ ডেস্ক, এগরা : এগরা পৌর স্বাস্থ্য কর্মী ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হল। পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার সামনে ৬ দফা দাবি নিয়ে এদিন স্বাস্থ্যকর্মীরা সুডার ডিরেক্ট -এর কাছে ANM -এর দাবি নিয়ে গেলে স্বাস্থ্যকর্মীদের বলেন, "ANM হওয়ার যোগ্যতা নেই F T S দের, তাহলে ANM এর কাজ করানো হচ্ছে কেন? করোনা হলে,করোনা ভ্যাকসিনের কাজ করানো হচ্ছে কেন?



আরো ৬টি দাবি রয়েছে-

সমস্ত স্তরের F T S দের ট্রেনিং দিয়ে ANM করা হোক,



সমস্ত পৌরস্বাস্থ্যকর্মীদের জাতীয় স্বাস্থ্য মিশনের অর্ন্তভূক্ত করতে হবে,



অবসরের বয়সসীমা ৬৫ বছর করতে হবে,



সমস্ত পৌর স্বাস্থ্যকর্মীদের স্থায়ীকরন করতে হবে



সরকারি ভাবে নির্দেশিত বেতন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন নূন্যতম মাসিক ২১,০০০ হাজার টাকা বেতন এবং পদ অনুযায়ী এই বেতন বর্দ্ধিত হারে দেওয়া হোক।,

MS CLL ও F T S -দের বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণ করতে হবে।