১৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান সিদুলি বাঁচাও কমিটির

author-image
Harmeet
New Update
১৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান সিদুলি বাঁচাও কমিটির

হরি ঘোষ, অন্ডাল : বুধবার অন্ডালের সিদুলি বাঁচাও কমিটির পক্ষ থেকে সিদুলি কোলিয়ারির এজেন্টের কাছে স্মারকলিপি দেওয়া হল। মোট ১৫ দফা দাবি জানিয়ে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। সিদুলি বাঁচাও কমিটির পক্ষে দাঁড়িয়েছেন খান্দরা পঞ্চায়েতের প্রধান শ্যামলেন্দু অধিকারী ও অন্ডাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি কৌশিক মণ্ডল।
গ্রাম কমিটি মারফত জানা যায়, সিদুলি এলাকায় হতে চলেছে ইপিএলের খোলামুখ খনি আর সেই খোলামুখ খনি হলে এলাকার মানুষের ভবিষ্যৎ কী হবে প্রশ্ন উঠছে এটা নিয়েই। এলাকায় খোলামুখ খনি হলে এলাকার মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা কী হবে? এলাকার খেটে খাওয়া মানুষের জীবিকার কী ব্যবস্থা হবে? খনির কাজে যুক্ত এমন মানুষগুলোর কর্মসংস্থান কোথায় হবে? এলাকার মানুষের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে ইসিএল কে। এমনই বেশ কয়েক দফা দাবি নিয়ে বুধবার সিদুলি এলাকার কয়েকশো মানুষ সিদুলি কোলিয়ারির এজেন্ট আর কে পি সিং কে একটা স্মারকলিপি প্রদান করলেন। তৃণমূলের পঞ্চায়েত প্রধান শ্যামলেন্দু অধিকারী ও তৃণমূল ছাত্রনেতা তথা অন্ডাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কৌশিক মণ্ডল জানান, "গ্রামবাসীরা কেউই এই খোলামুখ খনি বিরোধী নয়। খনি হোক কিন্তু গ্রামের মানুষের ভবিষ্যৎ সুনিশ্চিত করেই যেন ইসিএল কর্তৃপক্ষ তাদের কাজ শুরু করেন।"