সুদীপ ব্যানার্জী,শিলিগুড়ি : শীত পড়তেই সিকিম এবং দার্জিলিঙে তুষারপাত। বরফে ঢেকে গিয়েছে রাস্তা, রেলস্টেশন এবং পর্যটকদের গাড়ি। পাশাপাশি সিকিমের লাচুংয়ে তুষারপাত শুরু হয়েছে। মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে তুষারপাত। বুধবার সকালে দেখা যায় পুরু বরফের চাদরে ঢেকে গিয়েছে বাড়িঘর, রাস্তাঘাট ও গাছপালা। স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা অনেকটাই কমেছে। সকাল থেকেই হাল্কা বৃষ্টি হয়েছে শিলিগুড়ি সহ অন্যান্য জেলা গুলিতে। এই মুহুর্তে কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে, বছর শেষে তুষারপাত দেখে আনন্দে মেতেছেন পর্যটকরা।