ফের শাসকদলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

author-image
Harmeet
New Update
ফের শাসকদলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

দেবাশিস বিশ্বাস, কোচবিহার : তুফানগঞ্জ ১ নং ব্লক পঞ্চায়েত সমিতির হল ঘরে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসেরই এক গোষ্ঠীর বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ-এর অনুগামী হিসেবে পরিচিত তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ ১ বি ব্লক সভাপতি প্রদীপ বসাক, ১ বি ব্লকের যুব সভাপতি রাজেশ তন্ত্রী পঞ্চায়েত সমিতি হল ঘরে ঢুকে ভাঙচুর চালায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা দিতে যাওয়ার পথে পঞ্চায়েত সমিতির সদস্যদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এর পরেই সেখানে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনাটি ঘটে তুফানগঞ্জ ১ নং ব্লক অফিস ও পঞ্চায়েত সমিতির ভবনের সামনে। ঘটনার খবর পেয়ে তুফানগঞ্জ থানা থেকে বিশাল পরিমাণ পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং পরবর্তীতে দুপক্ষকে সেখান থেকে সরিয়ে দেয়। এ ঘটনা প্রসঙ্গে তুফানগঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সামিউল ইসলাম অভিযোগ করে বলেন, "মঙ্গলবার পঞ্চায়েত সমিতির হল ঘরের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায় কিছু দুষ্কৃতী। সেই পরিপ্রেক্ষিতে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যাওয়ার পথে রবীন্দ্রনাথ ঘোষ-এর অনুগামীরা আমাদের পথে বাধা দেয়। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।" তিনি আরও বলেন, সেখানে থাকা মহিলাদের মারধর ও ধস্তাধস্তি করা হয় তাদের সাথে। এদিকে এই দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আধঘন্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন পঞ্চায়েত সমিতির সদস্যরা। এদিকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কোচবিহার জেলা পরিষদের সদস্য তথা প্রাক্তন মন্ত্রীর পুত্র পঙ্কজ ঘোষ। তিনি বলেন, "সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। যদি কেউ এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে প্রশাসন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।"