সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার : কলকাতা হাইকোর্ট পৌরসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই লড়াইয়ের ময়দানে জোরকদমে প্রস্তুতি রাজ্যের শাসক দলের। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, আলিপুরদুয়ার জেলা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ২৭ ফেব্রুয়ারি হচ্ছে পুর ভোট। স্বাভাবিক ভাবেই আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেসের ভোটে লড়াইয়ের প্রস্তুতি তুঙ্গে। শহরের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন চেয়ারম্যান দীপ্ত চ্যাটার্জির বাড়িতে চলছে পতাকা তৈরির প্রস্তুতি। জানা গিয়েছে, শহরের ৬০টি বুথে চুড়ান্ত পর্যায়ে প্রস্তুতি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের দিনই লড়াইয়ের ময়দানে নামতে চলছে শহর তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ১৫ হাজার ফ্ল্যাগ তৈরি করা হয়েছে। সব মিলিয়ে পৌর-নির্বাচনকে ঘিরে ভোটের দামামা বেজে উঠেছে আলিপুরদুয়ার।