নিজস্ব সংবাদদাতাঃ দেশ তথা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন সংক্রমণ, একমাসেই বিশ্বের ১১৭টি দেশে ছড়িয়ে পড়েছে নতুন ভ্যারিয়েন্ট। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬০০ পার। দিল্লিতে বন্ধ হয়েছে সিনেমা হল। সব দিক খতিয়ে দেখে ইতিমধ্যেই সুপারহাইপড ছবি ‘জার্সি’ মুক্তি স্তগিত করেছে নির্মাতারা। আর এক সুপারহাইপড ছবি রাজামৌলীর আরআরআর মুক্তির কথা আগামী ৭ জানুয়ারি। ওই ছবির মুক্তির দিনও কি পিছিয়ে দেওয়া হবে?