পঞ্চায়েত সমিতির গ্রুপ থেকে লেফট হলেন সভাপতি ও এক কর্মাধ্যক্ষ

author-image
Harmeet
New Update
পঞ্চায়েত সমিতির গ্রুপ থেকে লেফট হলেন সভাপতি ও এক কর্মাধ্যক্ষ

দিগ্বিজয় মাহালী, ডেবরা : এবার পঞ্চায়েত সমিতির গ্রুপ থেকে লেফট হলেন সভাপতি ও এক কর্মাধ্যক্ষ। এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে ডেবরায়। কদিন আগেই বাঁকুড়া জেলায় বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে একসঙ্গে চার বিধায়ক লেফট হয়েছিলেন। তা নিয়ে রাজ্য জুড়ে জোর চর্চা হয়েছিল রাজনৈতিক মহলে। এবার পঞ্চায়েত সমিতির গ্রুপ  থেকে লেফট হলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ও এক কর্মাধ্যক্ষ। যা নিয়ে রিতীমতো গুঞ্জন শুরু হয়েছে ডেবরায়। গতকালই ডেবরা পঞ্চায়েত সমিতির হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে পর পর লেফট হন ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী মুড়া এবং পূর্ত কর্মাধ্যক্ষ তথা দাপুটে তৃণমূল নেতা অলোক আচার্য। বিজেপির চার বিধায়ক তাদের দলীয় গ্রুপ থেকে বেরোনোর পরই গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচিত পঞ্চায়েত সমিতির সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষ লেফট হয়েছেন। মূলত ডেবরা ব্লকের উন্নয়ন সহ বিভিন্ন ধরনের সরকারি আলাচনা ও নির্দেশের জন্য এই গুরুত্বপূর্ণ গ্রুপ তৈরি করা হয়েছে। রয়েছেন বিডিও, জয়েন্ট বিডিও সহ ব্লক জুড়ে সমস্ত আধিকারিকরা রয়েছেন। কিন্তু কেন তারা গ্রুপ ছাড়লেন, সেই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ডেবরার রাজনৈতিক মহলে। তবে এব্যাপারে পূর্ত কর্মাধ্যক্ষ অলোক আচার্য জানান, "ওই গ্রুপে বহিরাগত কয়েকজন প্রবেশ করেছে। তাই আমরা লেফ্ট হয়েছি। আরো অনেকে লেফ্ট হয়ে যাবে।"