আন্টার্কটিকায় খোঁজ মিলল ভেঙে পড়া ‘ইউএফও’-র!

author-image
Harmeet
New Update
আন্টার্কটিকায় খোঁজ মিলল ভেঙে পড়া ‘ইউএফও’-র!

নিজস্ব সংবাদদাতাঃ  ভিনগ্রহের প্রাণী আছে না নেই, এ নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই। ভিনগ্রহীদের  নিয়ে নানা ছবিও হয়ে গিয়েছে। কিন্তু আদতে এর অস্তিত্ব আছে কি না তা নিয়ে বিস্তর সংশয় রয়েছে। তবে মাঝেমধ্যেই খবর শোনা যায়, আকাশে ভেসে বেড়াতে দেখা গিয়েছে অদ্ভুত যান। যেগুলিকে ভিনগ্রহীদের  যান বা ইউএফও বলে দাবি করা হয়েছে। ভিনগ্রহের প্রাণী এবং ইউএফও নিয়ে নানা দাবির কথা। এ বার এক গ্রাহক গুগল আর্থ ঘাঁটতে ঘাঁটতে সন্ধান পেলেন আন্টার্কটিকায় বিশালাকায় চাকতির মতো এক বস্তুর। স্কট সি ওয়ারিং নামের স্বঘোষিত ইউএফও বিশেষজ্ঞের দাবি বরফের বুকে ভাসমান ওই গোল চাকতিটি নাকি ভিন্‌গ্রহের প্রাণীদের। সেটি বরফের উপর আছড়ে পড়েছে।