নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যের আবারও একটি জেলায় ১০০ দিনের কাজ দেখাশোনার জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে MGNREGA প্রকল্পের অধীনে। পদের নাম গ্রাম রোজগার সহায়ক।
পদের নাম- গ্রাম রোজগার সহায়ক
শিক্ষাগত যোগ্যতা- কমপক্ষে 55% নম্বর সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। উচ্চমাধ্যমিকে পদার্থবিদ্যা ও গণিত বিষয় হিসেবে থাকতে হবে। যারা ভোকেশনালে উচ্চমাধ্যমিক পাশ করেছেন তারাও আবেদনযোগ্য। কমপক্ষে 6 মাসের কম্পিউটার কোর্স করে থাকতে হবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা এবং ভোটার সদস্য হয়ে থাকতে হবে।
বয়স- 17/07/2021 তারিখের হিসেবে বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে।
বেতন- শুরুতে প্রতি মাসে বেতন 12,000/- টাকা।
আবেদন পদ্ধতি– আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। নির্দিষ্ট আবেদনপত্রটি পূর্ণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে MGNREGA অফিসের ড্রপবক্সে সরাসরি জমা দিতে পারেন অথবা ক্যুরিয়ার/ পোস্টের মাধ্যমেও জমা করতে পারেন যেকোন কার্যদিবসের সকাল 11 টা থেকে বিকেল 4 টার মধ্যে। আবেদন করার শেষ তারিখ আগামী 17 জুলাই বিকেল 4 টা পর্যন্ত।
প্রয়োজনীয় নথিপত্রগুলি- বয়সের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট এবং আধার/ ভোটার কার্ড সংশ্লিষ্ট আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা- To The Block Development Officer & Programme Officer (M.G.N.R.E.G.A.), Singur Devlopment Block, Singur, Hooghly.
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=5766
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm