দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : রাতের অন্ধকারে আগুন লেগে ভস্মীভূত মাটির বাড়ি। স্থানীয় ও দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
এমনই ভয়াবহ আগুন লাগার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার দেওয়ানচক গ্রাম পঞ্চায়েতের শোলাগেড়িয়া গ্রামে। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১ টা নাগাদ শোলাগেড়িয়া গ্রামের বাসিন্দা মুরশেদ আলির গোয়ালঘরে প্রথমে আগুন লাগে এবং পরে তার পাশের একটি মাটির বসতবাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। এমনকি আগুন দ্রুত ছড়িয়ে পড়ে মাটির খড়ের ছাউনি দেওয়া এক বসতবাড়িতেও। বিষয়টি প্রতিবেশীদের নজরে আসলে তড়িঘড়ি মুরশেদ আলি ও তার পরিবারের অন্যান্য সদস্যদের বাড়ির বাইরে বের করে নিয়ে যাওয়া হয়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল দমকল বিভাগের ইঞ্জিন ও ঘাটাল থানার পুলিশ। খানিকক্ষণ পরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আগুন লাগার ঘটনায় বাড়ির সদস্যদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি, তবে ভস্মীভূত হয়ে গিয়েছে পুরো বাড়িটি, নষ্ট হয়েছে বাড়ির ভিতরের জিনিসপত্র। জানা যায়, মুরশেদ আলি পেশায় প্রান্তিক চাষি, ওই মাটির বাড়িতেই পরিবারের ৮ সদস্যর বসবাস ছিল যা বর্তমানে আগুনে ভস্মীভূত। আগুন লাগার কারণ হিসাবে মনে করা হচ্ছে, মুরশেদ আলির গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য ধোঁয়া থেকেই আগুন প্রথমে গোয়ালঘর ও পরে তা ভয়াবহ আকার ধারণ করে পাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ ও দমকল। রাতের অন্ধকারে এমন ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।