বরফে ঢাকা দার্জিলিং

author-image
Harmeet
New Update
বরফে ঢাকা দার্জিলিং


নিজস্ব সংবাদদাতাঃ আবারও বরফের চাদরে ঢাকল দার্জিলিং। বছরের শেষের দিকে এমন মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ পর্যটক থেকে শুরু করে এলাকাবাসীরা। ডিসেম্বরের এই সময় দার্জিলিং-এ এমন বরফ পাওয়া যাবে তা অনেকেই কল্পনা করেননি। আবহাওয়ার খামখেয়ালীপনা এই পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করছেন আবহাওয়াবিদরা।