নিজস্ব সংবাদদাতাঃ মাদার টেরিজার মিশনারিজ অব চ্যারিটির বিদেশি অনুদান বন্ধ করে বিরোধীদের তোপের মুখে পড়ল মোদী সরকার। বিরোধীদের অভিযোগ, মিশনারিজ অব চ্যারিটিকে নিশানা করে মোদী সরকার আসলে সংখ্যালঘু খ্রিস্টানদের নিশানা করতে চাইছে। সম্প্রতি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে সরব হয়েছিলেন। পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গাঁধী বিদেশি সংবাদমাধ্যমে-এ দেশে খ্রিস্টানদের উপরে হওয়া‘হামলার’ খবর তুলে ধরেছেন বলে জানা যাচ্ছে।