নাম না করে বিরোধীদের নিশানা অনুব্রতর

author-image
Harmeet
New Update
নাম না করে বিরোধীদের নিশানা অনুব্রতর


হরি ঘোষ,দুর্গাপুর : কারোর চোখরাঙানি সহ্য করব না! মঙ্গলবার দুপুরে নাম না করে বিরোধী দলকে নিশানা অনুব্রত মণ্ডলের। তিনি দেউচা পাচামি নিয়ে বলেন, আদিবাসী জননেতা সুনীল সোরেনকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। অনুব্রতর কথায়, তিনি মানুষের পাশে ছিলেন, আছেন, থাকবেন। দুর্গাপুরের পলাশডিহার মাঠে আদিবাসী মিলন মেলা অনুষ্ঠিত হল মঙ্গলবার দুপুরে। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল এই অনুষ্ঠানের সূচনা করেন। উপস্থিত ছিলেন আদিবাসী জননেতা সুনীল সোরেন, দুর্গাপুর নগর নিগমের উপ মহানাগরিক অমিতাভ ব্যানার্জী, দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পাল সহ তৃণমূল নেতৃত্ব। এদিন অনুব্রত মণ্ডল আরও বলেন, দুর্গাপুরের মাটিতে বিশ্ব আদিবাসী দিবস যাতে পালন হয় সেই আবেদন রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। ঢাকের তালে আনন্দে নৃত্য করে ঢাকিরা। এই অনুষ্ঠান থেকে মানুষের পাশে থাকার আশ্বাস দেন অনুব্রত মণ্ডল।