নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লক ভূমি ও ভূমি সংরক্ষণ আধিকারিকের সঙ্গে এক ব্যক্তির বচসার ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।
সাহাদত শেখ নামের এক ব্যক্তি কান্দি থানার উদয় চন্দ্রপুর থেকে কোনও এক বিষয় নিয়ে কান্দি ভূমি ও ভূমি সংরক্ষণ দফতরে কাজের জন্য আসেন। আর দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দফতরে এসে বারবার ঘুরে যেতে হচ্ছিল তাকে। এরপর মঙ্গলবার সেই নিয়ে কান্দি ব্লক ভূমি ও ভূমি সংরক্ষণ আধিকারিক বাসব দত্ত মজুমদারকে নালিশ জানাতে গেলে ওই ব্যাক্তি তার সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। শুধু তাই নয়, ভূমি ও ভূমি সংরক্ষণ দফতরের মধ্যেই তাকে অসংলগ্ন ভাষায় অপমান করেন বলেও অভিযোগ। আর সেই ভিডিও ভাইরাল এখন নেট দুনিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এই ঘটনা প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন," কান্দি বিএলআরও অফিসে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা। কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।" কংগ্রেসের সুরে সুর মিলিয়ে কান্দি শহর মন্ডল বিজেপি সভানেত্রী বিনীতা রায় বলেন, "এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। এই ঘটনা কোনও ভাবেই কাম্য নয়। ভিডিওটা দেখে খুব খারাপ লেগেছে।" যদিও এ বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি বাসব দত্ত মজুমদারের।