নিজস্ব সংবাদদাতাঃ উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের আগে পরপর সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কয়েকদিন আগেই বারাণসীতে কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধন করেন তিনি। মঙ্গলবার সূচী অনুযায়ী, কানপুরে সফরে গেলেন প্রধানমন্ত্রী। এ দিন কানপুরে একটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন মোদী। পাশাপাশি, কানপুর আইআইটি-তে সমাবর্তনেও উপস্থিত ছিলেন তিনি। এ দিন প্রধানমন্ত্রী বলেন, ‘আজ কানপুরে দ্বিগুণ আনন্দ'।