নিজস্ব সংবাদদাতা : ২৮ ডিসেম্বর কংগ্রেসের ১৩৭তম প্রতিষ্ঠা দিবস। পতাকা বিভ্রাট দিয়ে শুরু হয় দিনটি। সোনিয়া গান্ধি পতাকা উত্তোলন করতে গেলে ঘটে বিপত্তি। পতাকা খুলে গিয়ে তাঁর হাতে গিয়ে পড়ে। দিল্লিতে সর্বভারতীয় কংগ্রেসের সদর দফতরে এই ঘটনা ঘটার পর দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং কোষাধ্যক্ষ পবন বনসল পতাকা হাতে ধরে প্রদর্শন করেন। পতাকা উত্তোলনের পর দলীয় কর্মীদের উদ্দেশ্যে নেত্রী সোনিয়া গান্ধি বলেন, "আজ আমরা ফের একবার দলের আদর্শ, মূল্যবোধ এবং নীতির প্রতি নিজেদের নিয়োজিত করছি। যে সমস্ত মহান, আদর্শবান এবং নীতিপরায়ণ মানুষরা রয়েছে তাঁদের দেখানো পথে আমরা চলব।" সোনিয়া পুত্র রাহুল বলেন, "দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছে এই দল। আমরা এর জন্য গর্বিত।"