নিজস্ব সংবাদদাতা : রাজ্য থেকে এখনও বিদায় নেয়নি করোনা। তার ওপর চোখ রাঙাচ্ছে নিউ ভ্যারিয়েন্ট ওমিক্রন। এই পরিস্থিতিতেই বন্ধ হয়ে গেল এনআরএস হাসপাতালের কোভিড ইউনিট। এ প্রসঙ্গে হাসপাতালের তরফে জানানো হয়েছে," রাজ্যে সংক্রমণের হার নিম্নমুখী। আক্রান্তের সংখ্যাও কম। ফলে নতুন রোগী আর ভর্তি নেওয়া হবে না।" তবে কোভিড ইউনিট বন্ধ করার নেপথ্যে অন্য কাহিনী রয়েছে বলে মনে করছেন চিকিৎসক মহলের একাংশ। কোভিড ইউনিট বন্ধ হয়ে গেলেও সেই জায়গায় চেস্ট মেডিসিন চালুর সম্ভাবনা রয়েছে। এতদিন বাড়ি ভাড়া করে ইউনিটটি চালানো হচ্ছিল। ভাড়া বাড়ির মেয়াদ ফুরিয়ে আসছে, ৩১ ডিসেম্বরই শেষ দিন, চুক্তি নবীকরণ করা যাবে না বলে জানিয়েও দিয়েছেন বাড়ির মালিক। সেকারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।