নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ ক্যালেন্ডার প্রকাশের পরই খড়গপুর আইআইটি-তে বিক্ষোভ। সোমবার দুপুরে আইআইটি গেটে বিক্ষোভ দেখাল সেভ এডুকেশন কমিটি। কমিটির অভিযোগ, 'ইন্ডিয়ান নলেজ সিস্টেমে'র নামে অবৈজ্ঞানিক ও অনৈতিহাসিক ক্যালেন্ডার প্রকাশ করেছে খড়গপুর আইআইটি। তাতে 'প্রমাণ' করার চেষ্টা হয়েছে সিন্ধু সভ্যতা হলো আর্য সভ্যতা। আর্যরা মধ্য এশিয়ার স্তেপ তৃণভূমি থেকে ১৫০০ খ্রিস্ট পূর্বাব্দের কাছাকাছি সময়ে ভারতীয় উপমহাদেশে এসেছিল - এই ঐতিহাসিক তথ্যকে তাঁরা মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছেন। এর জন্য অবৈজ্ঞানিক, বিভ্রান্তিকর যুক্তি উপস্থাপিত করা হয়েছে। এদিন বিক্ষোভে উপস্থিত ছিলেন, তপন দাস, সুরঞ্জন মহাপাত্র, দীপঙ্কর মাইতি প্রমুখ। তপন বাবু বলেন, আইআইটি'র কর্তৃপক্ষ এবং কতিপয় অধ্যাপক নিজেদের উচ্চাকাঙ্খাকে চরিতার্থ করার জন্য নিজেদের শিক্ষাদীক্ষা, বিবেকবুদ্ধি এবং বৈজ্ঞানিক চিন্তাকে বিসর্জন দিয়ে আরএসএস, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের এজেন্ডাকে কার্যকর করছেন। যা আসলে কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষা নীতির অঙ্গ। তিনি দাবি করেছেন, এই অবৈজ্ঞানিক ক্যালেন্ডার প্রত্যাহার করতে হবে এবং সমস্ত অবৈজ্ঞানিক চিন্তার প্রচার বন্ধ করতে হবে।