রাজনৈতিক ডামাডোলে উত্তাল সোমালিয়া

author-image
Harmeet
New Update
রাজনৈতিক ডামাডোলে উত্তাল সোমালিয়া

নিজস্ব সংবাদদাতাঃ নজিরবিহীন ঘটনা ঘটে গেল পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়াতে। দুর্নীতির অভিযোগে সেখানকার প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন সে দেশের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ ফারমাজো নির্দেশ দিয়েছেন, যতদিন তদন্ত প্রক্রিয়া চলবে ততদিন পর্যন্ত ক্ষমতাচ্যুত থাকবেন প্রধানমন্ত্রী মোহাম্মদ রোবলে। আপাতত দায়িত্ব সামলাবেন দেশটির উপপ্রধানমন্ত্রী। সোমালিয়ার রাষ্ট্রপতি মোহাম্মদ ফারমাজোর অভিযোগ, প্রধানমন্ত্রী মোহাম্মদ রোবলে দুর্নীতিগ্রস্ত, জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। আগেই রোবলের বিরুদ্ধে রাষ্ট্রপতি ফারমাজোর অভিযোগ ছিল, দেশের নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যর্থ হয়েছেন রোবলে। এদিন ফারমাজো বলেন, “প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া চলার কারণে আপাতত তাঁর ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এই সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন উপপ্রধানমন্ত্রী মাহদী মোহাম্মদ গুলাইদ। যতদিন না তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন পর্যন্ত সাসপেন্ডেড থাকবেন মোহাম্মদ রোবলে।”