পুলিশের সহযোগিতায় হাসপাতালে পৌঁছল রোগী

author-image
Harmeet
New Update
পুলিশের সহযোগিতায় হাসপাতালে পৌঁছল রোগী


হরি ঘোষ, অন্ডাল : একবিংশ শতাব্দীতেও বেঁচে আছে কুসংস্কার। এখনও কুসংস্কারের বশীভূত হয়ে মানুষ নানান ওঝা, তান্ত্রিক, ঝাড় ফোকে বিশ্বাস করেন। এমন ঘটনার প্রমাণ মিলল অন্ডাল থানার শ্রীরামপুর মানা এলাকায়।
কয়েক দিন আগে শ্রীরামপুর এলাকার এক মহিলাকে সাপে কামড়ায়। মহিলার নাম তারিণী দেবী। বয়স আনুমানিক ৫০বছর। মাঠে কাজ করতে গেলে তার ডান পায়ে কামড় দেয় বিষাক্ত সাপ। এমতাবস্থায় কুসংস্কারাচ্ছন্ন তার পরিবারের লোকজন তাকে নিয়ে তার দেশের বাড়ি উত্তরপ্রদেশ যায় সাপের বিষ ঝাড়বার ওঝার কাছে। কিন্তু সেখানে সাপে কাটা রোগিনীর অবস্থা সঙ্কটজনক হয়। সর্প দংশন করা তার ডান পায়ে পচন ধরতে শুরু করে এমনটাই জানায় তাঁর পরিবারের লোকজন। এই ঘটনার খবর পাওয়া মাত্র অন্ডাল থানার পুলিশ ও স্বেচ্ছাসেবী সংস্থা অ্যামিস, তাদের লোকজন নিয়ে এসে ওই মহিলার বাড়ি থেকে তাঁকে সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। মহিলার ভাইপো জানায় বর্তমানে তাঁর মায়ের অবস্থা স্থিতিশীল।