নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানের দু’টি নির্বাচন কমিশনের পাশাপাশি, শান্তি ও আইনসভা বিষয়ক রাষ্ট্রীয় মন্ত্রক বন্ধ করল তালিবান। আফগানিস্তানের তালিবানের সহকারী মুখপাত্র বিলাল করিমি জানান, দেশের স্বশাসিত নির্বাচন কমিশন এবং নির্বাচনী অভিযোগ কমিশন বন্ধ করে দেওয়া হয়েছে। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে এই প্রতিষ্ঠানগুলি অপ্রয়োজনীয় বলে জানান তিনি। ভবিষ্যতে প্রয়োজন হলে তালিবান ফের নির্বাচন কমিশন চালু করতে পারে বলেও তিনি মন্তব্য করেছেন।