নিজস্ব সংবাদদাতা : কেন্দ্র মিশনারিজ অফ চ্যারিটির সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দেওয়ার পর ট্যুইটারে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুব্ধ মমতা বলেন, "ক্রিসমাসের আগে এটি খুব হতাশার খবর। বড়দিনের উৎসবের মধ্যে এই মিশনারিজ অফ চ্যারিটির অধীনে থাকা ২২ হাজার মানুষ বিপদে পড়েছেন। আটকে গিয়েছে খাদ্য ও ওষুধ বিতরণ। তবে আইন সবার ঊর্ধ্বে। কিন্তু মানবিকতাকেও এগিয়ে রাখতে হবে।"