কারখানায় কর্মী নিয়োগ নিয়েও বিজেপি-তৃণমূল তরজা

author-image
Harmeet
New Update
কারখানায় কর্মী নিয়োগ নিয়েও বিজেপি-তৃণমূল তরজা

হরি ঘোষ, জামুড়িয়া: বেসরকারি কারখানার বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের বাড়তি গুরুত্ব দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ করলেন জামুড়িয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হরে রাম। বিধায়ক হরে রাম সিংহ অভিযোগ করেন, 'সুপারস্মেলটার কারখানা বিজেপিকে সমর্থন করে এমন বেশকিছু যুবককে কাজ দিলেও তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে এমন ১৫ জন শ্রমিককে কাজ থেকে বের করে দিয়েছে।' জামুড়িয়ার কোনও কারখানা স্থানীয় যুবকদের কাজ দিচ্ছে না। পশ্চিমবঙ্গের বাইরে রাজ্যের ভোটার কার্ড থাকলে তবেই তাদেরকে কাজ দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনা করা হলেও কারখানা কর্তৃপক্ষ বিষয়টি কোনও গুরুত্ব দিতে চাননি বলে বিধায়ক অভিযোগ করেন। যার ফলে তারা বাধ্য হয়ে ধর্নায় বসেছেন বলে তিনি জানান। হরে রাম সিং জানান, 'আজ মালিকপক্ষ তাদের কথা শুনেছেন এবং বহিস্কৃত ১৫ জন তৃণমূল সমর্থককে পুনরায় কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।' যদিও এই বিষয় নিয়ে মালিক পক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।