গাড়ির ধাক্কায় মৃত্যু বিজ্ঞানীর

author-image
Harmeet
New Update
গাড়ির ধাক্কায় মৃত্যু বিজ্ঞানীর

নিজস্ব সংবাদদাতা : নিউ গড়িয়ায় দুর্ঘটনা। গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক বিজ্ঞানী। নিউ গড়িয়া আবাসনে সকালে গাড়ি চালানো শিখছিলেন এক ব্যক্তি। অন্যদিকে, নিহত সুনীল গড়াই বাইক নিয়ে বেরিয়েছিলেন। গত পরশু বাড়ি ফিরেছেন। যিনি গাড়ি চালানো শিখছিলেন তিনি আবাসনেরই বাসিন্দা। আবাসনেরই এক জায়গায় গাড়ি চালানো শিখছিলেন। তখনই ধাক্কা লাগে বিজ্ঞানীর বাইকে। গুরুতর জখম অবস্থায় ওই বিজ্ঞানীকে ই এম বইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তার। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ঘাতক গাড়ির চালককে। আটক করা হয়েছে ঘাতক গাড়িটিকে।