নিজস্ব সংবাদদাতাঃ আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে শশী থারুর। সর্বভারতীয় কংগ্রেস পরিচালনার ক্ষেত্রে সংস্কারের দাবি করে আগেই তাঁর নাম উঠেছে ‘বিক্ষুব্ধ’ জি-২৩ তালিকায়। এ বার কেরল প্রদেশ কংগ্রেসের শো-কজের মুখে পড়তে হল তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুরকে। প্রদেশ কংগ্রেসের সভাপতির স্পষ্ট হুঁশিয়ারি, দলের আইন মানলে সাংসদ দলে থাকবেন। নয়তো নয়! থারুরকে নিয়ে সমস্যার কারণ অবশ্য দলের কোনও দ্বন্দ্ব নয়। বরং, বিতর্কের কেন্দ্রে রয়েছে উন্নয়নমূলক একটি প্রকল্প ঘিরে কেরলের কংগ্রেস তথা বিরোধী জোট ইউডিএফের অবস্থান নিয়ে প্রশ্ন।