নিজস্ব সংবাদদাতাঃ এবার শীত পড়লেও সবজি পাতে পড়ছে না মধ্যবিত্তের। বাজারে দাম শুনলেই রীতিমতো ছ্যাঁকা লাগছে ক্রেতাদের। কেনার ইচ্ছা থাকলেই ফুলকপি, পটল, বাঁধাকপি সহ শীতকালীন সবজিতে হাত দেওয়াই যাচ্ছে না। কলকাতার অন্যতম বড় পাইকারি বাজার হল কোলে মার্কেট। সেখানে গেলে দেখা যাবে সবজির দাম কিছুটা ধরাছোঁয়ার মধ্যে। ওই বাজারের বিক্রেতারা জানাচ্ছেন, কিছুদিন আগে পর্যন্ত মজুত কম থাকায় দাম চড়া ছিল। কিন্তু, আপাতত মজুত বাড়ায় সেই দাম কিছুটা কমেছে। তবে শহরের অন্যান্য বাজারে ধরা পড়ছে ভিন্ন ছবি। চলতি বছরে আগেই সবজির দাম বেশি ছিল। কিন্তু আশা ছিল, শীতকালে অন্তত সবজির দাম কমবে। তবে চিত্রটা একেবারে ভিন্ন। সবজির কেন এতো বেশি দাম, তা নিয়ে এখনও কোনও সঠিক উত্তর পাওয়া যায়নি।