বোর্ড-কোহলী সম্পর্কে সম্প্রীতি চান কিরমানি

author-image
Harmeet
New Update
বোর্ড-কোহলী সম্পর্কে সম্প্রীতি চান কিরমানি





নিজস্ব সংবাদদাতাঃ বেশ কয়েকদিন হয়ে গেল কোহলী-কে সাদা বলের অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু তা নিয়ে জল্পনা এখনও চলছে। এবারে সেই জল্পনারই অবসান চান প্রাক্তন ভারতীয় উইকেট কিপার সৈয়দ কিরমানি। তিনি বলেন, "পরস্পরের প্রতি সম্প্রীতি রাখা গুরুত্বপূর্ণ। একটা জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে যোগাযোগ থাকতে হবে। একজন ব্যক্তির জীবনে অহং বড় ভূমিকা নেয়। কিন্তু এক্ষেত্রে সেটা থাকা উচিত নয়। কোহলি শক্তিশালী খেলোয়াড়। নির্বাচক কমিটি এবং বোর্ড প্রেসিডেন্টেরও নিজের ক্ষমতা রয়েছে। তাই সব বিষয়ে সমাধানের জন্য সম্প্রীতি রাখাটা জরুরি।"