জল সহায়তাকারী কর্মীদের নিয়ে কর্মী সভা হয় পশ্চিম মেদিনীপুরে

author-image
Harmeet
New Update
জল সহায়তাকারী কর্মীদের নিয়ে কর্মী সভা হয় পশ্চিম মেদিনীপুরে

দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিমবঙ্গ পানীয় জলের নমুনা সংগ্রহকারী অ্যাসোসিয়েশন স্বেচ্ছাসেবক জল সহায়তাকারী কর্মীদের নিয়ে একটি কর্মী সভা হয়। ২০০৮ সাল থেকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কর্মরত এই সেচ্ছাসেবক সংস্থার কর্মীরা বিভিন্ন ভাবে বঞ্চিত। সংস্থার পক্ষ থেকে শান্তুনু দাস জানান কাজের কোনো মান্যতা নেই, সঠিক ভাবে কোনো কাজ দেয়না, কাজ দিলেও সঠিক ভাবে বেতন দেয় না,এছাড়াও সরকারি ডি গ্রুপ পদে অন্তর্ভুক্ত করণ এই রকম বেশ কিছু দাবি নিয়ে ২০২২ সালের জানুয়ারি মাসে ডেপুটেশন দেবেন পশ্চিম মেদিনীপুর ডি পি আর ডিও তে। এই নিয়ে একটি কর্মী সভা করেন রবিবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের অন্তলা এলাকায়। উপস্থিত ছিলেন সংস্থার পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি,পশ্চিমবঙ্গ কোর কমিটির মেম্বার শান্তুনু দাস, দোয়াল বাড়ই, সংস্থার রাজ্য সভাপতি,সহ অন্যান্যরা।