প্রশাসনকে অগ্রাহ্য করেই ভিড় প্রিয়ঙ্কার ম্যারাথনে

author-image
Harmeet
New Update
প্রশাসনকে অগ্রাহ্য করেই ভিড় প্রিয়ঙ্কার ম্যারাথনে

নিজস্ব সংবাদদাতাঃ উত্তর প্রদেশের বিধানসভা ভোট হবে কি না, তা নিয়ে এক অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছে। তবে প্রচারে কোনও খামতি রাখছে না রাজনৈতিক দলগুলি। যোগীরাজ্যের দখল নিতে এবার কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন প্রিয়ঙ্কা গান্ধী। মহিলা ভোটারদের কাছে টানতে একগুচ্ছ কর্মসূচি নিয়েছেন তিনি। তার মধ্যে যেটি সবথেকে বেশি প্রচার পেয়েছে, ‘লড়কি হুঁ, লড় সকতি হুঁ’। রবিবাসরীয় সকালে প্রিয়ঙ্কা এক ম্যারাথনের ডাক দিয়েছিলেন, এই রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেব। আর তাতে জেলা প্রশাসনকে অগ্রাহ্য করে ম্যারাথনে অংশ নিতে হাজার হাজার মহিলা হাজির হন। উল্লেখ্য, উত্তর প্রদেশে ওমিক্রন সংক্রমণ পরিস্থিতির কথা মাথায় রেখে এই রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেয়নি জেলা প্রশাসন। কিন্তু অনুমতি না পাওয়া সত্ত্বেও লখনউ এবং ঝাঁসিতে বিশাল সংখ্যক মহিলাদের সমাবেশ দেখা গিয়েছে রবিবার সকালে।