নিজস্ব সংবাদদাতাঃ তর্জন-গর্জনের পর এবার সরাসরি হামলা। কুলতলিতে বাঘের হামলায় জখম স্থানীয় এক বাসিন্দা। তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসার ভার রাজ্য সরকার নেবে বলেই আশ্বাস বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। জোরকদমে বাঘ ধরার চেষ্টা চালাচ্ছে বনদপ্তর। জাল দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। একাধিক জায়গায় পাতা হয়েছে খাঁচা। তবে এখনও কেন বাঘকে খাঁচাবন্দি করা গেল না, তা নিয়ে বনদপ্তরের ভূমিকায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। বাঁশ, লাঠি হাতে রাস্তায় বেরিয়ে পড়েছেন তাঁরা।