নিজস্ব সংবাদদাতাঃ মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল বিহার। জানা গিয়েছে, মুজফফরপুরে রবিবার সকালে নুডলস কারখানার বয়লারে বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনায় কারখানার ভিতরে কর্মরত কমপক্ষে ৬ জন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান বলে খবর। এছাড়া একাধিক শ্রমিক আহত হয়েছেন। যদিও আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে হাজির হয়েছেন স্থানীয় সাংসদ, জেলা শাসক সহ একাধিক শীর্ষ আধিকারিকরা। ঘটনাস্থলে আছে দমকলের ৫টি ইঞ্জিন। স্থানীয় সূত্রে খবর, বয়লার বিস্ফোরণ এর আওয়াজ ৫ কিলোমিটার পর্যন্ত শোনা গিয়েছিল। এমনকি এই ভয়াবহ বিস্ফোরণের কারণে পাশের চিড়ে ও আটার কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিএম প্রণব কুমার জানিয়েছেন, এই ঘটনায় এখনও অবধি ৬ জন শ্রমিকের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৬ জন।