নিজস্ব সংবাদদাতাঃ করোনার কারণে দর্শকহীন মাঠেতেই খেলতে চলেছে। গতবারে গোকুলামের কাছে হেরেছিল চার্চিল। সেই জন্য এবারে চার্চিলের কোচ পেত্রে জিজিউ ম্যাচ সম্পর্কে বলতে গিয়ে বলেন, "প্রথম ম্যাচ সব সময়ই কঠিন হয়। তার উপরে গোকুলম গত বারের চ্যাম্পিয়ন দল। আমাদের নিজেদের খেলা খেলতে হবে।"