মেদিনীপুরে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ১

author-image
Harmeet
New Update
মেদিনীপুরে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ১

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ স্কুল বাসের সঙ্গে যাত্রীবাহী ম্যাজিক গাড়ির সংঘর্ষে মৃত এক, আহত আরও একজন । স্কুল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে ম্যাজিক গাড়ির চালকের। গুরুতর আহত আরও একজন। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার বাগেরপুকুর এলাকায়। মৃত ব্যক্তির নাম গাবু মুর্ম্মু (৩৬), বাড়ি শ্যামচক এলাকায়। দীর্ঘদিন ধরে গুড়গুড়িপালে শ্বশুরবাড়িতে থাকতেন। ওই স্কুল বাসটি গুড়গুড়িপাল স্কুলের হোস্টেলের ছাত্রদের পিকনিকে নিয়ে গিয়েছিল মনিদহ পার্কে। বাসটির মালিকের বাড়ি গুড়গুড়িপাল থানার রূপসাতে। পিকনিক থেকে ফিরে ছাত্রদের নামিয়ে বাসটি যাচ্ছিল রূপসা। তার এক কিলোমিটার আগে ধেড়ুয়ার দিক থেকে আসা যাত্রীবাহী ম্যাজিক গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। ম্যাজিক গাড়িটি রাস্তার উপরেই উল্টে যায়। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধারকার্যে নেমে পড়ে। বড়সড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে ম্যাজিক গাড়িতে কোনো যাত্রী না থাকায়। চালক ও আর এক জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুড়গুড়িপাল থানার ওসি শঙ্খ চ্যাটার্জী ও পুলিশ কর্মীরা। ওসি নিজের গাড়িতে করেই আহত দুজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে পৌঁছালে চিকিৎসকরা ম্যাজিক গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। অন্যদিকে স্কুল বাসের চালক পলাতক। পুলিশ গাড়ি দুটিকে আটক করেছে। স্থানীয়দের অভিযোগ, বেহাল রাস্তার জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ওই এলাকায় রাস্তা সারানোর কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ির চালক মদ্যপ অবস্থায় থাকতে পারে। এদিন মদ্যপ অবস্থায় গাড়ি চালানো আটকাতে প্রতিটি রাস্তার মোড়গুলিতে মোতায়েন ছিল পুলিশ।