ম্যাচ নিয়ে কী ভাবছেন গোকুলাম-কোচ?

author-image
Harmeet
New Update
ম্যাচ নিয়ে কী ভাবছেন গোকুলাম-কোচ?



নিজস্ব সংবাদদাতাঃ দর্শকশূন্য মাঠেতেই এবারে আইলিগ খেলা হবে। চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে গতবার জিতেছিল গোকুলাম। এবারের ম্যাচ নিয়ে তাই গোকুলাম এফসি-র কোচ ভিসেনসো আলবের্তো বলেছেন, "গত মরসুমে আই লিগে চার্চিল ছিল আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। যদিও এই মুহূর্তে নিজেদের দল নিয়েই ভাবছি। আমরা যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, তা হলে জিততে সমস্যা হবে বলে মনে হয় না।"