নিজস্ব সংবাদদাতাঃ দেশে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞদের মতে ওমিক্রনের সংক্রমণ মৃদু হয় এবং মৃত্যু হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু তাদের এই অভয়বাণী সত্ত্বেও উদ্বেগ ক্রমেই বাড়ছে। ইতিমধ্যে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০০ গন্ডি পেরিয়েছে। রাজ্যের নিরিখে সর্বাধিক আক্রান্তের খোঁজ মিলছে মহারাষ্ট্র থেকেই। এখনও অবধি সেই রাজ্য়ে ১০৮ জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। এরপরই রয়েছে দিল্লি। গতকাল নতুন করে দিল্লিতে ওমিক্রন আক্রান্তের খোঁজ না মেলায় আক্রান্তের সংখ্যা ৭৯-তেই দাঁড়িয়ে রয়েছে। গুজরাট (৪৩) ও তেলঙ্গনা(৪১)-তেও বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা।