নিজস্ব সংবাদদাতাঃ সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা সিবিআই বেআইনি টাকা পাচার মামলায় দুটি সাপলিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে। জানা গিয়েছে, দিল্লির ব্যাঙ্ক অব বরোদা থেকে বেআইনিভাবে এবং আমাদানির নামে হংকংয়ে ৬ হাজার কোটি টাকা পাঠানো হয়েছিল। বিশেষ সিবিআই আদালতের কাছে জমা দেওয়া চার্জশিটে সিবিআই দাবি করেছে, একদল অসাধু ব্যক্তি ব্যাঙ্ক অ্যাকউন্ট খুলে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেখানে টাকা জমা দিয়েছে।